মধ্যপ্রাচ্যে সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র, ইরাকে প্রশিক্ষণ স্থগিত

মধ্যপ্রাচ্যে সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র, ইরাকে প্রশিক্ষণ স্থগিত

অনলাইন ডেস্ক

ইরাকের মাটিতে ইরানের চৌকস সমর-নায়ক মেজর জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার পর ইরাকের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া আপাতত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

জার্মানির জাতীয় সংসদের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির লেখা এক চিঠিতে জার্মানির সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল এরিক পেপার একথা জানিয়েছেন।

তিনি বলেছেন, ইরাকে মোতায়েন সেনাদের নিরাপত্তার কথা চিন্তা করেই মার্কিন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

‌‘ইরাকের নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে আমেরিকা।

এই সিদ্ধান্ত আমেরিকার সমস্ত মিত্র দেশের জন্য প্রযোজ্য। ’

ইরাকের সাম্প্রতিক ঘটনাবলী এবং শুক্রবার ভোরে মেজর জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার পর আমেরিকা ঘোষণা করেছে, তারা বাড়তি তিন হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পাঠাবে।

এই ঘোষণার পর ইরাকি নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত রাখার খবর প্রকাশ হলো।

শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করা হয়।

হামলায় ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ-প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন নিহত হন।   

এদিকে হামলার ব্যাপারে ইরান বলেছে, উপযুক্ত সময় ও স্থানে মার্কিন হামলার চরম প্রতিশোধ নেওয়া হবে।

ইরানের এলিট ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে ইরানের আঞ্চলিক প্রভাববিস্তারের মূলনায়ক হিসেবে বিবেচনা করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর