বাগদাদে যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে রকেট হামলা

বাগদাদে যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে রকেট হামলা

অনলাইন ডেস্ক

কয়েক দফা বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোন, যেখানে একাধিক সরকারি দপ্তরের সঙ্গে বিদেশি দূতাবাস রয়েছে।

শনিবারের এ ঘটনায় বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাগদাদের গ্রিন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছেই একটি রকেট আঘাত হেনেছে। এছাড়া জাদ্রিয়া এলাকা এবং বালাদ বিমান ঘাঁটি, যেখানে মার্কিন সৈন্যরা রয়েছেন, সেখানেও রকেট নিক্ষেপ করা হয়েছে।

তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি বলে ইরাকের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে।

তবে জাদ্রিয়ায় অন্তত পাঁচজন আহতের খবর দিয়েছে পুলিশ।

বাগদাদ বিমানবন্দরে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার একদিন পরই এ হামলা ঘটনা ঘটলো। তবে কে বা কারা এসব হামলা চালিয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

শনিবারের রকেট হামলা নিয়ে ইরাকের সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, ‘বাগদাদের সেলিব্রেশন স্কয়ার ও জাদ্রিয়া এলাকা এবং সালাহউদ্দিন প্রদেশের বালাদ বিমান ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে।

এতে কোনও প্রাণহানি হয়নি।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল