দাবানলে পুড়ে মরল ৫০ কোটি বন্য প্রাণী
জীবিতরাও আতঙ্কে

দাবানলে পুড়ে মরল ৫০ কোটি বন্য প্রাণী

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়া দুই মাসের বেশি ধরে চলা ভয়াবহ দাবানলে প্রায় ৫০ কোটি বন্যপ্রাণী মারা গেছে। আর নিহত হয়েছেন প্রায় ৩০ জন মানুষ।

ইউনিভার্সিটি অব সিডনির প্রাণী বিশেষজ্ঞরা  জানান, দাবানলে সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত অন্তত ৪৮ কোটি স্তন্যপায়ী, পাখি ও সরীসৃপ মারা গেছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

দাবানলে পুড়ে ছাই হয়েছে গেছে হাজার হাজার কোয়ালা। বিলুপ্তির ঝুঁকিতে থাকা এ প্রাণীটির বেশিরভাগই বাস করতো অস্ট্রেলিয়ার বনাঞ্চলে।  

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিউ সাউথ ওয়েলস রাজ্যের মধ্য-দক্ষিণ উপকূলবর্তী অঞ্চলে বসবাসরত প্রায় আট হাজার কোয়ালা মারা গেছে এ দাবানলে, যা এ অঞ্চলের কোয়ালা জনসংখ্যার এক তৃতীয়াংশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলবর্তী অঞ্চলে দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচার চেষ্টা করছে ক্যাঙ্গারুরা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন স্থানে অসংখ্য প্রাণী পুড়ে মরে গেছে। কাকাতুয়াসহ অন্য অনেক পাখি মরে গাছের নিচে পড়ে থাকতে দেখা গেছে। এদিকে আরও ভয়াবহ রূপ নিচ্ছে অস্ট্রেলিয়ার দাবানল। এর ফলে প্রাণীদের মৃত্যুর মিছিলে এ সঙ্কট আরও তীব্র রূপ ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে।

দাবানল এখনো বেড়েই চলেছে। ইতিমধ্যেই দেশটির ৬ রাজ্যের ৪ টিই দাবানলের কবলে পড়েছে। চারিদিকে শুধু আগুন জ্বলছে, যেগুলো সব নিয়ন্ত্রণের বাইরে। তিন রাজ্যে আগুনে পুড়ে মৃতের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। এসব রাজ্যে ঘরবাড়ি ধ্বংস হয়েছে, এবং পশুসম্পদ এবং দেশীয় বন্যপ্রাণীর মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে।

 নিউ সাউথ ওয়েলস রাজ্যে প্রায় ২৩ জন নিহত হয়েছে। ৩৬ লাখ হেক্টর জমি পুড়ে গেছে যা ইউরোপের দেশ বেলজিয়ামের থেকেও বড়। এখনো ১৩৭ টি স্থানে অব্যাহত রয়েছে দাবানল। ১ হাজার ৩৬৫ টি বাড়ি সম্পূর্ণ ধংস হয়েছে।  

এছাড়া ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ছয় জন এখনো নিখোঁজ আছে। ৮ লাখ ২০ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। সেই সঙ্গে ৫০টি স্থানে দাবানল অব্যাহত রয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল  

সম্পর্কিত খবর