গাঁজার আড্ডায় হানা, ইমাম ও ছাত্রলীগ নেতা আটক

গাঁজার আড্ডায় হানা, ইমাম ও ছাত্রলীগ নেতা আটক

অনলাইন ডেস্ক

মসজিদের ঈমামের বাড়িতে গাঁজার আসর থেকে গাঁজাসহ ছাত্রলীগ নেতা ও আরো দুজনকে গ্রেপ্তার করেছে পাবনার চাটমোহর থানা-পুলিশ। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রোববার কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার রাত আড়াইটার দিকে পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পরির্দশক এস এম মঈনুদ্দীন।

তিনি বলেন, আটকরা হলো- চিনাভাতকুর মসজিদের ঈমাম ও একই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে আরিফ বিল্লাহ, নিমাইচড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং চিনাভাতকুর গ্রামের আশুতোষ মালাকারের ছেলে পার্থ মালাকার জনি এবং আবুল হোসেনের ছেলে দিনমজুর লালন হোসেন।

এ পুলিশ পরিদর্শক জানান, শনিবার রাতে মসজিদের ঈমাম আরিফ বিল্লাহ, ছাত্রলীগ নেতা পার্থ মালাকারসহ ওই এলাকার বেশ কয়েকজনকে নিয়ে গাঁজার আসর বসান। বিষয়টি গোপন সংবাদের মাধমে জানতে পেরে অভিযান চালানো হয়।

এ সময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় তিনজনকে। পরে তাদের তল্লাশী করে ৬০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের রোববার কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর