অস্ট্রেলিয়ার দাবানলে ৫০০ মিলিয়ন পশু-পাখির মৃত্যু

অস্ট্রেলিয়ার দাবানলে ৫০০ মিলিয়ন পশু-পাখির মৃত্যু

মাসুম বিল্লাহ, অস্ট্রেলিয়া থেকে

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দাবানল থামাতে সকল প্রকার চেষ্টা করছে অস্ট্রেলিয়া সরকার। কিন্তু দাবানল বাড়ছে প্রতিদিন। দাবানলের ঘটনায় ইমারজেন্সি ঘোষণা করা হয়েছে অনেক আগেই।

কিন্তু দাবানল চলে যাচ্ছে কন্ট্রোেলের বাইরে।

ভয়াবহ দাবানলে মারা গেছে ২৩ জন এবং ৩০ জন আছে নিখোঁজ। অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানের তাপমাত্রা ছুঁয়েছে ৪৭ ডিগ্রী সেলসিয়াস।

গরম এবং বাতাসের কারণে দাবানল ছড়িয়ে পড়ছে অনেক বেশি।

আয়তনে প্রায় অর্ধেক বাংলাদেশের সমান পুড়েছে এবারের দাবানলে। ৫০০ মিলিয়ন বিভিন্ন পশু-পাখি মারা গেছে দাবানলে। দাবানল বন্ধে দরকার বৃষ্টি এবং সেই বৃষ্টির জন্য অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে সালাতুল ইশরাক এর নামাজ আদায় করেছে মুসলিম কমিউনিটি।

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বনিথন পার্কে শত শত ছেলে-মেয়ে বড়-ছোট উপস্থিত হয়ে সালাতুল ইশরাক এর নামাজ পড়ে এবং মোনাজাত করে।

নামাজের শুরুতে বক্তব্য দেন- প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ। সালাতুল ইশরাকের নামাজ অনুষ্ঠিত হয়েছে সিডনির মসজিদে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর