‘ট্রাম্প ঠাণ্ডা মাথার খুনি’

‘ট্রাম্প ঠাণ্ডা মাথার খুনি’

অনলাইন ডেস্ক

ইরানি জেনারেল নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠিন সমালোচনা করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বলেছেন, ‘ইরানের সেনা নায়ককে হত্যা করে সারা বিশ্বকে যে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।

‘মার্কিন সাম্রাজ্যবাদ গত ৪০ বছর ধরে ইরানকে কেন্দ্র করে সমস্ত মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধাবস্থা সৃষ্টি করে রেখেছে তা কেবল বিশ্ব শান্তি নয়, সমগ্র বিশ্বের যে অস্তিত্ব তার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। ’

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সমাবেশে মেনন বলেন, ‘এ হামলার প্রতিশোধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, তবে সেটা সম্পূর্ণভাবে পারমানবিক যুদ্ধে রূপ নিতে পারে।

‘ট্রাম্প ঠাণ্ডা মাথার খুনি’ মন্তব্য করে মেনন বলেন, ‘ সোলাইমানিকে হত্যার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করল সে কেবল পাগল নয়, ঠাণ্ডা মাথার খুনিও’ 

ট্রাম্পের বিরোধীতা করে তিনি আরও বলেন, আজকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমরা ইরানের জনগণের আত্মরক্ষার অধিকার এবং তাদের নিজেদের মতো করে দেশ পরিচালনার অধিকারের পক্ষে দাঁড়িয়েছি।

‘এখানে কে কোন মতবাদে বিশ্বাসী সে বিষয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে, মানবতা এখানে আক্রান্ত হচ্ছে কি না? আর তাই মানবতার প্রশ্নে মার্কিন সাম্রাজ্যবাদকে যেকোনো মূল্যে হোক রুখতে হবে। কারণ নিজ দেশের জনগণের ওপরে জুলুমবাজি করছে পাশাপাশি সে পরিবেশ ধ্বংস করে সমগ্র বিশ্বের অস্তিত্ব বিপন্ন করছে।

’ 

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর