পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা ইরানের
সোলাইমানি হত্যা

পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা ইরানের

অনলাইন ডেস্ক

মার্কিন বিমান হামলায় ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার জেরে এবার পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিলো ইরান। রোববার দেশটির রাজধানী তেহরানে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ট্রাম্পের মাথা এনে দিতে পারলে ৮০ মিলিয়ন দিবে ইরান!

ইরানের বিবৃতিতে জানানো হয়, এখন থেকে পরমাণু শক্তি বৃদ্ধি, উপকরণ সমৃদ্ধকরণ বা গবেষণার ও উন্নতির ক্ষেত্রে আর কোনও সীমাবদ্ধতা রাখবে না ইরান। তবে দেশটির পক্ষ থেকে পারমাণু বিষয়ক আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সহযোগিতা অব্যাহত রাখার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন: মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা, উৎকণ্ঠায় যুক্তরাষ্ট্র

২০১৫ সালে পরমাণু চুক্তির মাধ্যমে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তাও আর মানা হবে না বলে জানিয়েছে ইরান। এর আগে ২০১৫ সালে ৬ দেশের সঙ্গে পরমাণু চুক্তি অনুযায়ী ইরান তাদের স্পর্শকাতর পরমাণু কার্যক্রম সীমিত রাখতে সম্মত হয়েছিল।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল 

সম্পর্কিত খবর