শাহবাগ মোড় ও রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বিচার দাবি করছেন-

শাহবাগ মোড় ও রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এতে ওই এলাকার বিভিন্ন রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার বেলা ১২টার পর শাহবাগ মোড় অবরোধ করতে দেখা যায়।

এছাড়া ধর্ষণের ঘটনার বিচার দাবি করে কয়েক হাজার শিক্ষার্থী সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বিচার দাবি করছেন।

এর আগে রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় সোমবার সকালে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা। এছাড়া ধর্ষণের শিকার ওই ছাত্রীর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, মেডিকেল বোর্ড গঠন করে ওই ছাত্রীর সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

রোববার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হন দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল