সেই রেনুর সন্তানদের পাশে বসুন্ধরা  পরিচালক সাবরিনা সোবহান

চেক হস্তান্তর করছেন বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান

রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে নিহত

সেই রেনুর সন্তানদের পাশে বসুন্ধরা পরিচালক সাবরিনা সোবহান

অনলাইন ডেস্ক

রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে নিহত তসলিমা বেগম রেনুর দুই সন্তানের পাশে দাঁড়ালেন বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান। আজ সোমবার আনুষ্ঠানিকভাবে রেনুর সন্তানদের জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন সাবরিনা সোবহান।

এ সময় উপস্থিত ছিলেন নিউজ টোয়েন্টিফোরের সিইও ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।  

নিহত রেনুর পুত্র তাহসিনের বয়স ১১ এবং তুবার বয়স ৪ বছর।

বর্তমানের তারা তাদের খালার বাসায় থাকে। বসুন্ধরা পরিচালক তাদের জন্য ১০ লাখ টাকা ডিপোজিটের ব্যবস্থা করে দিয়েছেন খালার নামে। এর লভ্যাংশ দিয়ে যেন রেনুর এ দুই সন্তান চলতে পারে তাই এ উদ্যোগ।

এ সময় কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপ বরাবরই আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকে।

সে ধারাবাহিকতায় সাবরিনা সোবহান আজ রেনুর সন্তানদের পাশে দাঁড়িয়েছেন।

উল্লেখ্য, গত ২০ জুলাই তুবার ভর্তির জন্য বাড্ডা প্রাথমিক বিদ্যালয়ে খোঁজখবর নিতে গেলে তসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যা করা হয়।   

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল