ঢাবি ছাত্রীকে ধর্ষণের আলামত মিলেছে

ঢাবি ছাত্রীকে ধর্ষণের আলামত মিলেছে

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বিতীয় বর্ষের ছাত্রী ধর্ষণের ঘটনায় আলামত মিলেছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ফরেনসিক বিভাগ।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ আজ সোমবার বেলা সোয়া তিনটার দিকে জানান, ফরেনসিক পরীক্ষায় ওই ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাঁর গলায় আঙুলের দাগ রয়েছে।

‌তিনি বলেন, ধারণা করা হচ্ছে, তাঁর গলা টিপে ধরার চেষ্টা করা হয়েছিল।

হাতে পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সারা পায়ে খোঁচা লাগার দাগ রয়েছে। ঝোপের মধ্যে ধর্ষণের কারণে এ দাগ হতে পারে।

এর আগে ধর্ষণের ঘটনাস্থল থেকে ব্যাগ, হাতঘড়ি, কলম ও একটি প্যান্ট উদ্ধার করা হয়।

এ ছাড়াও ওই ছাত্রীর ব্যবহৃত বই ও ইনহেলারও উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার সকালে কুর্মিটোলায় ঝোপঝাড়ের মধ্য থেকে এসব উদ্ধার করা হয়।

গত রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে যাওয়ার পর তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়।

সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঢাবির নিজস্ব বাসে উঠে সন্ধ্যা সাতটার দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নামেন।

এরপর অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরে সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। ধর্ষণের পাশাপাশি তাকে নির্যাতনও করা হয়।

ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখা গেছে এসব সামগ্রী। সেখান থেকে পাওয়া গেছে ওই ছাত্রীর ব্যবহৃত ইউনিভার্সিটির বই, চাবির রিং, ইনহেলার, ঘড়িসহ বেশ কিছু আলামত।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ছাড়াও পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি টিম ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর