নিজের নগ্ন ছবি বিক্রি করে সাহায্য

নিজের নগ্ন ছবি বিক্রি করে সাহায্য

অনলাইন ডেস্ক

ভয়াবহ দাবালনে পুড়ছে অস্ট্রেলিয়া। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দাবানল থামাতে সকল প্রকার চেষ্টা করছে অস্ট্রেলিয়া সরকার। কিন্তু দাবানল বাড়ছে প্রতিদিন। দাবানলের ঘটনায় ইমারজেন্সি ঘোষণা করা হয়েছে অনেক আগেই।

কিন্তু দাবানল চলে যাচ্ছে কন্ট্রোেলের বাইরে।

ভয়াবহ দাবানলে মারা গেছে ২৩ জন এবং ৩০ জন আছে নিখোঁজ। অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানের তাপমাত্রা ছুঁয়েছে ৪৭ ডিগ্রী সেলসিয়াস। গরম এবং বাতাসের কারণে দাবানল ছড়িয়ে পড়ছে অনেক বেশি।

আয়তনে প্রায় অর্ধেক বাংলাদেশের সমান পুড়েছে এবারের দাবানলে। ৫০০ মিলিয়ন বিভিন্ন পশু-পাখি মারা গেছে দাবানলে।

দাবানল বন্ধে দরকার বৃষ্টি এবং সেই বৃষ্টির জন্য অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে সালাতুল ইশরাক এর নামাজ আদায় করেছে মুসলিম কমিউনিটি।

এদিকে দাবানলে ক্ষতিগ্রস্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে নিজের নগ্ন ছবি বিক্রি করা শুরু করেছেন ২০ বছর বয়সী কেলেন ওয়ার্ড।

অবশ্য তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করছেন তিনি।

অস্ট্রেলিয়ার দুর্গতদের পাশে দাঁড়াতে নিজের নগ্ন ছবি বিক্রি করে অর্থ জমা করছেন।

'দ্য ন্যাকেড ফিলানথ্রপিস্ট' নামে টুইটার হ্যান্ডল চালান কেলেন। সেই টুইটার হ্যান্ডলের মাধ্যমেই নিজের ন্যুড ছবি বিক্রি করছেন।

তিনি জানিয়েছেন, তার প্রতিটি ন্যুড ছবির জন্য দিতে হবে ১০ মার্কিন ডলার।

জানা গেছে, নগ্ন ছবি বিক্রি করে দু'দিনেই সাত লাখ ডলার তুলে ফেলেছেন তিনি। যা বাংলাদেশি মু্দ্রায় প্রায় ছয় কোটি টাকার কাছাকাছি। তার এই উদ্যোগকে অনেকে সাধুবাদ জানালেও সামালোচনাও কম হয়নি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর