তেলের দাম ব্যারেল প্রতি ৭০ ডলার ছাড়িয়ে গেল

তেলের দাম ব্যারেল প্রতি ৭০ ডলার ছাড়িয়ে গেল

অনলাইন ডেস্ক

মার্কিন সেনাদের হামলায় ইরানের শীর্ষস্থানীয় জেনারেল কাসেম সোলাইমানি নিহতের ঘটনার প্রভাব পড়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের বাজারে। গত কয়েকদিন ধরে বেড়ে চলেছে অশোধিত তেলের দাম। সোমবার সেটা ৫ শতাংশ থেকে বেড়ে ব্যারেল প্রতি দাম গিয়ে ঠেকে ৭০ ডলারেরও বেশি। এটি গত আট মাসের মধ্যে সর্বোচ্চ দাম তেলের।

শুক্রবার ইরাকে মার্কিন বাহিনীর হামলায় ইরানের এলিট ফোর্স হিসেবে পরিচিত বিপ্লবী গার্ড করপোরেশনের ‘কুদস বাহিনী’র প্রধান জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর এক ধাক্কায় তেলের দাম বেড়ে যায় ৩ শতাংশ। এরপর থেকে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি অব্যাহত থাকে।

সোমবার দিনের শুরুতে এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে গিয়ে ৭০ ডলার ৭৩ সেন্টে দাঁড়ায়। দাম বৃদ্ধির এ প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের বাজারেও।

কাশেম সোলাইমানি নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যে আরও অস্থিতিশীলতা দেখা দেওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম অনেক বেড়ে গেছে। কারণ বিশ্বে উত্তোলিত তেলের অর্ধেকই আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। অন্যদিকে ইরানের পাশের হরমুজ প্রণালি দিয়ে মোট তেলের এক পঞ্চমাংশ আমদানি রপ্তানি হয়ে থাকে।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ