কেরমানে এলো সোলাইমানির নিথর দেহ, আজ দাফন

কেরমানে এলো সোলাইমানির নিথর দেহ, আজ দাফন

অনলাইন ডেস্ক

ইরানের কেরমান শহরে রাস্তায় ভিড় করেছে শোকার্ত লাখো মানুষ। বুক চাপড়ে কেঁদে চলেছেন তারা। জাতীয় বীর কাশেম সোলাইমানিকে হারিয়ে তারা শোকে পাথর হয়ে গেছেন। তাদের মাঝখান দিয়েই জাতীয় পতাকায় আচ্ছাদিত হয়ে নিথর দেহে ফিরেছেন তাদের প্রাণপ্রিয় বীর সোলাইমানি।

 

গুমড়ে গুমড়ে কেঁদে উঠছে মানুষ। উচ্চস্বরে কাঁদছে অনেকেই। কেউ কেউ ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান দিচ্ছেন। এমনই এক শোকবিধূর পরিবেশে আজ মঙ্গলবার কেরমানে পৌঁছেছে সোলাইমানির মৃতদেহ।

আজই তাকে এই শহরেই দাফন করার কথা রয়েছে।  

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা’কে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে যে কেরমানের রাস্তায় জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। তাদের সকলের পরনে কালো পোশাক। তারা একত্রিত হয়েছেন তাদের বীরকে শেষ শ্রদ্ধা নিবেদন করে দাফন করতে।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ