দিনাজপুরে আজ কমেছে তাপমাত্রা

দিনাজপুরে আজ কমেছে তাপমাত্রা

অনলাইন ডেস্ক

আজ মঙ্গলবার দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রী সেলসিয়াস। গতকালের চেয়ে তাপমাত্রা নেমে আসায় ও দেরি করে সূর্য ওঠায় ঠান্ডা পড়েছে চোখে পড়ার মতো। কয়েক দিন তাপমাত্রা কিছুটা বাড়লেও ঘন কুয়াশাসহ মৃদু বাতাসে ঠান্ডা প্রয়োজনের চেয়ে অনেকটাই বেশি অনুভূত হচ্ছে। তবে দিনের মাধামাঝিতে সূর্য দেখা দেওয়ায় জনজীবনে কিছুটা স্বস্তি মিলেছে।

শীত উপেক্ষা করেই খেটে খাওয়া মানুষ ছুটছে কাজের সন্ধানে।

এদিকে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী উত্তরবঙ্গসহ দিনাজপুরের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে চলতি মাসে আরও দুইটি হালকা ও মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ অপেক্ষা করছে। এসময় সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রী সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা রয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ