একযোগে ৫২টি যুদ্ধবিমান উড়াল যুক্তরাষ্ট্র

একযোগে ৫২টি যুদ্ধবিমান উড়াল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

জেনারেল কাশেম সোলেমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চলছে। গত শনিবার রাতে বাগদাদের অতি সুরক্ষিত গ্রিন জোন এবং ইরাকের একটি বিমানঘাঁটিতে রকেট ও মর্টার হামলা হয়েছে। বালাদ বিমানবন্দরের কাছে বেশ কয়েকজনকে গুলি করা হয়েছে।

ইরানের মসজিদের মিনারে মিনারে রক্তলাল ‘যুদ্ধপতাকা’ উড়িয়ে প্রতিশোধের ইঙ্গিত দিয়েছেন দেশটির জনগণ।

প্রতিশোধ হিসেবে ইরান ৩৫টি লক্ষ্যবস্তুতে হামলার যে পরিকল্পনা করেছে, তার মধ্যে ইসরাইলের রাজধানী তেলআবিবও আছে।

এদিকে ইরানের হুমকির পাল্টা হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরানের ৫২টি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছিলেন। এজন্য তারা একযোগে ৫২টি অত্যাধুনিক যুদ্ধবিমান উড়াল।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, মঙ্গলবার (৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের হিল বিমানঘাঁটি থেকে অর্ধশতাধিক লাইটনিং টু স্টিলথ যুদ্ধবিমান উড়িয়েছে মার্কিন বাহিনী।

যুদ্ধবিমানগুলো এখনই হামলার জন্য নয়, বরং ইরানকে ভয় দেখাতেই এ মহড়ার আয়োজন করা হয়।

প্রায় চার দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার (৩৫ হাজার ৭০০ কোটি টাকা প্রায়) এফ-৩৫ মডেলের বিমানের দাম। মহড়ায় অংশ নেন ৩৮৮তম ও সংরক্ষিত ৪১৯তম ফাইটার উইংসের সদস্যরা।  

এক টুইটে বলা হয়েছে, ‘এ মহড়া সার্বিকভাবে এফ-৩৫ ব্যবহারে আমাদের পাইলটদের দক্ষতার চূড়ান্ত পরীক্ষা নিয়েছে। আমরা উড়তে, লড়তে আর জিততে প্রস্তুত। ’

নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর