সোলাইমানি হত্যায় ব্যবহৃত ড্রোনের দাম ৬ কোটি ৪০ লাখ ডলার

সোলাইমানি হত্যায় ব্যবহৃত ড্রোনের দাম ৬ কোটি ৪০ লাখ ডলার

অনলাইন ডেস্ক

ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানির ওপর হামলায় ব্যবহৃত মার্কিন ড্রোন শনাক্ত করা হয়েছে বেশ আগেই। এবার সেই ড্রোনের মূল্য জানা গেল। সোলাইমানির গাড়িতে হামলা করা হয়েছিল অত্যাধুনিক মার্কিন ড্রোন ‘এম কিউ-নাইন র‌িপার’ থেকে।

মঙ্গলবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়, ওই রিপারটির দাম ৬ কোটি ৪০ লাখ ডলার (প্রায় ৫৪ কোটি ৩৫ লাখ টাকা)! ড্রোনটির পাখার প্রসারতার দৈর্ঘ্য প্রায় ২০ মিটার।

কাশেম সোলাইমানিকে বহন করা গাড়িবহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে প্রায় ১০ মিনিট ড্রোনটিকে দেখা গিয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ড্রোন হামলায় গত শুক্রবার ভোরে সোলাইমানিসহ ১০ জন নিহত হন। তাঁদের মধ্যে পাঁচজন ইরানের ও পাঁচজন ইরাকের নাগরিক। ইরাকের পাঁচজনের মধ্যে রয়েছেন আবু মাহদি আল-মুহানদিস, যিনি ইরানের সমর্থনপুষ্ট খাতিব হেজবুল্লাহ গ্রুপের কমান্ডার এবং ইরাকি মিলিশিয়াদের একটি জোট পপুলার মোবিলাইজেশন ইউনিটের নেতা ছিলেন।

ওই দিন ভোরে বিমানবন্দর লক্ষ্য করে কমপক্ষে চারটি রকেট নিক্ষেপ করা হয়। বিমানবন্দরে দুটি গাড়ি লক্ষ্য করে এই হামলা করা হয়। মার্কিন হেলিকপ্টার থেকে রকেট ছোড়া হয়। দুটি গাড়ির একটিতে কাশেম সোলাইমানি ছিলেন। আকাশ থেকে মার্কিন ড্রোনের ছোড়া ক্ষেপণাস্ত্রের জন্য প্রায় সঙ্গে সঙ্গে ঘটে প্রবল বিস্ফোরণ। আর মুহূর্তেই ঘটনাস্থলেই নিহত হন কাশেম সোলাইমানির। সোলাইমানির গাড়িতে ২৩০ কিলোমিটার দূর থেকে হামলা করা হয়।

মার্কিন ড্রোন ‘এম কিউ-নাইন র‌িপার’-এ একবার জ্বালানি ভরলে প্রায় ১ হাজার ৮০০ কিলোমিটার এলাকা পর্যন্ত এটি হামলা চলতে সক্ষম। চালকবিহীন ‘এম কিউ-নাইন র‌িপার’ ড্রোনটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৮২ কিলোমিটার পর্যন্ত। এই ধরনের ড্রোনে আছে অত্যাধুনিক ইনফ্রারেড ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে রাতের বেলায়ও যুদ্ধক্ষেত্রের পরিষ্কার ছবি পাঠিয়ে দেওয়া যায় দূরের কোনো সামরিক ঘাঁটিতে বসে থাকা চালকের কাছে।

সূত্র: ডেইলি মেইল

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ