মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য

মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য

অনলাইন ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পর যুক্তি দিয়ে বললেন, জাতিসংঘ ঘোষণার ৫১ নম্বর ধারা অনুযায়ী আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে ইরান।

ইরানের কুদস ফোর্সের প্রধান লে. জেনারেল কাশেম সোলাইমানির হত্যাকাণ্ডের জবাব হিসেবে বুধবার (৮ জানুয়ারি) ভোররাতে ইরাকে অবস্থিত ২টি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর তিনি এমনটাই বক্তব্য দিয়েছেন।     

আরও পড়ুন: ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ মার্কিন সেনা নিহত: ইরান

জারিফ তার অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক টুইটে লেখেন, 'ইরান আত্মরক্ষার স্বার্থে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমানুপাতিক পদক্ষেপ নিয়ে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। ' তিনি আরও বলেন, 'যে ঘাঁটি থেকে ইরানের নাগরিক ও পদস্থ কর্মকর্তাদের ওপর হামলা চালানো হয়েছিল ঠিক সেই ঘাঁটিকেই টার্গেট করা হয়েছে।

'   

ইরান যুদ্ধ বা উত্তেজনা কিছুই সৃষ্টি করতে চায় না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জারিফ জানান, তবে যেকোনো আগ্রাসনের মোকাবিলায় আত্মরক্ষার্থে দেশের জন্য সবকিছু করবে তেহরান।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ