বনভান্তের জন্মোৎসবে রাঙামাটিতে পুণ্যার্থীর ঢল

বনভান্তের জন্মোৎসবে রাঙামাটিতে পুণ্যার্থীর ঢল

রাঙামাটি প্রতিনিধি

মহা পরির্বাণপ্রাপ্ত বৌদ্ধ আর্য্যপুরুষ মহাসাধক শ্রীমৎ সাধনান্দ মহাস্থবির বনভান্তের ১০১তম জন্মোৎবে রাঙামাটি মুখর হয়ে উঠেছে। উৎসবে যোগ দিতে জেলায় পুণ্যার্থীর ঢল নেমেছে। এরই মধ্যে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ চট্টগ্রাম থেকেও এসেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।   

মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে রাঙামাটির রাজবন বিহারে কেক কেটে বনভান্তের জন্মোৎসবের সূচনা করেন তার শিষ্য প্রজ্ঞালংকার মহাস্থবির।

এসময় ভক্তদের ‘সাধু, সাধু’ ধ্বনিতে পুরো রাজবন বিহার এলাকায় বনভান্তের জন্মদিনের আনন্দ ছড়িয়ে পড়ে।    রাজবন বিহারে নগ্ন পায়ে সারি বেঁধে বনভান্তের মমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসে শিষ্য, ভক্ত পূণ্যার্থীসহ সাধারণ নারী-পুরুষ। মানুষের ভিড়ে কানায় কানায় ভরে যায় পুরো রাজবন বিহার।  

বুধবার দুপুর থেকে চলে সাধনান্দ মহাস্থবির বনভান্তের জন্মোৎসবে নানা প্রার্থনা।

বিহারের পশ্চিম মাঠে সংঘদান, অষ্ট পরিস্কার দান, বুদ্ধমুর্তি দান অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী চলে প্রার্থনা ও আচার অনুষ্ঠান।

এ সময় রাঙামাটি রাজবন বিভাগের প্রধান ও বনভান্তের শিষ্য প্রজ্ঞালংকার মহাস্থবির বনভান্তের পবিত্র বাণী ও পার্বত্যাঞ্চলের শান্তি অব্যাহত রাখতে সবাইকে আহবান করেন।  

প্রসঙ্গত, ১৯২০ সালের ৮ জানুয়ারি বৌদ্ধধর্মীয় মহাগুরু বনভান্তে রাঙামাটি সদরের ১১৫ নম্বর মগবান মৌজার মোড়ঘোনা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ৩০ জানুয়ারি  দেহত্যাগ করেন তিনি। বনভান্তে জীবদ্দশায় অধ্যক্ষ হিসেবে রাজবন বিহারে অবস্থান করেন। বর্তমানে বনভান্তের মরদেহ বিজ্ঞানসম্মতভাবে পেটিকাবদ্ধ (বিশেষ কফিন) অবস্থায় রাঙামাটির রাজবন বিহারে রাখা হয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল 

সম্পর্কিত খবর