হাত-পায়ের রগ কেটে ছিনতাই, ‘ছিনতাইকারীর’ লাশ উদ্ধার

হাত-পায়ের রগ কেটে ছিনতাই, ‘ছিনতাইকারীর’ লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে মুন্না হাসান ওরফে আমিন (২৫) নামে গুলিবিদ্ধ এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে।

পুলিশ আজ বুধবার সকালে সমুদ্রসৈকতের ঝাউবাগানের ভেতরে কবিতা চত্বর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।

ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দুপক্ষের গোলাগুলির ঘটনায় মুন্নার মৃত্যু হয়েছে দাবি করে পুলিশ জানায়, নিহত মুন্না পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী।

তাঁর বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।

‘৪ জানুয়ারি বিকেলে শহরের সার্কিট হাউস এলাকায় কক্সবাজার সরকারি কলেজের ছাত্র ইমরুল হাসানের হাত ও পায়ের রগ কেটে মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ’

মুন্নাসহ ছয়-সাতজন ছিনতাইকারী এ ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবীর বলেন, সকালে ঝাউবাগান–সংলগ্ন কবিতা চত্বর এলাকায় গুলিবিদ্ধ এক তরুণের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও একটি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান ‍ওসি।

ওসি জানান, গতকাল মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন আস্তানা থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। যারা ৪ জানুয়ারির ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর