৩ দিনের মধ্যে কুয়েত ছাড়ার ঘোষণা মার্কিন সেনাদের

৩ দিনের মধ্যে কুয়েত ছাড়ার ঘোষণা মার্কিন সেনাদের

অনলাইন ডেস্ক

কুয়েতে থাকা মার্কিন শিবির কমান্ডার ৩ দিনের মধ্যে কুয়েত থেকে সব মার্কিন সেনা দ্রুত প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী এ সংক্রান্ত একটি চিঠি পাওয়ার কথা জানিয়েছেন।  

তিনি বলেন, তিনি কুয়েতে মার্কিন সেনা শিবিরের প্রধান কমান্ডারের পক্ষ থেকে এমন একটি চিঠি পেয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, 'আরিফজান ক্যাম্প থেকে এ জাতীয় একটি চিঠি পাওয়া সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত।

আরও বিস্তারিত তথ্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। '

এদিকে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানির হত্যার প্রতিশোধ নিতে বুধবার ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ‘আইন আল-আসাদ’সহ অন্য একটি ঘাঁটিতে হামলা চালায় ইরান। এতে ৮০ মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি ইরানের। তবে ট্রাম্প এ হামলার প্রতিক্রিয়ায় জানান যে সব ঠিক আছে।

 

সোলাইমানি হত্যাকাণ্ডের পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এমন উত্তেজনার মধ্যে অঞ্চলটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণাটি বেশ গুরুত্বপূর্ণ বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ