ইরাক-ইরানে ফ্লাইট বাতিল করল তুরস্ক

ইরাক-ইরানে ফ্লাইট বাতিল করল তুরস্ক

অনলাইন ডেস্ক

ইরাক ও ইরানে নির্ধারিত ফ্লাইটটি বাতিল করে দিয়েছে তুরস্কের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স তার্কিশ ও পেগাসাস এয়ারলাইন্স। দেশটির পক্ষ থেকে বুধবার ফ্লাইট বাতিলের এ তথ্য জানানো হয়।

তার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে আনাদালুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সোলাইমানি হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে আজ বৃহস্পতিবার তুরস্কের স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত ইরাক ও ইরানে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ারলাইন্স দুটি ইরাক ও ইরানের আকাশসীমা ব্যবহার করবে না বলেও জানানো হয় ওই প্রতিবেদনে।

ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার জবাবে ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলায় ৮০ মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করে ইরান। তবে বুধবার ট্রাম্প তার ভাষণে দাবি করেন, ওই হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হননি।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ