বাড়ি নিজেদের দাবি করেই ‌‘ভাঙচুর’

বাড়ি নিজেদের দাবি করেই ‌‘ভাঙচুর’

বেলাল রিজভী, মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর শহরের থানতলী এলাকায় এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মাদারীপুর সদর থানায় সাতজনকে বিবাদী করে একটি অভিযোগ দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের থানতলী এলাকার তোতা শিকদার দীর্ঘদিন ধরে তার নিজ বাড়িতে বসবাস করে আসছেন। হঠাৎ করে বুধবার রাতে ইমরান বেপারী, নাদিম শিকদার, শাহিন শিকদারসহ ২০/৩০জন হামলা চালিয়ে চারটি ঘরে ব্যাপক ভাঙচুর চালায়।

এসময় বাধা দিলে হামলাকারীদের ইটের আঘাতে আসমত শিকদার (৭৭) নামে এক বৃদ্ধ আহত হন।

ক্ষতিগ্রস্ত সোহেল শিকদারের দাবি, একটি প্রভাশারী মহল দীর্ঘদিন থেকে এলাকার অসহায় মানুষের জমি দখল করে আসছে। এই বাড়িতে আমরা দীর্ঘদিন থেকে বসবাস করে আসছি। কিন্তু বর্তমানে হাই বেপারীর নির্দেশে তার ভাতিজা ইমরানসহ কয়েকজন এই জমি নিজেদের দাবি করে আমাদের বাড়িতে হামলা চালিয়ে চারটি ঘর ভাঙচুর এবং স্বর্ণালঙ্কার ও টাকা লুটপাট করেছে।

আমরা এর বিচার চাই।

হাই বেপারী বলেন, আমি আগে এলাকার কাউন্সিলর ছিলাম। রাজনৈতিক কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এই ঘটনার সাথে আমি জড়িত নই।

মাদারীপুর সদর থানার ওসি সওগাতুল আলম বলেন, এই ঘটনার একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর