মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতির ভিডিও

মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতির ভিডিও

অনলাইন ডেস্ক

ইরাকে থাকা মার্কিন দুটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় ৮০ জন নিহত এবং দুই শতাধিক সেনা আহত হওয়ার ঘটনা সঠিক নয় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, বুধবার ভোররাতে ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কোনও সেনা নিহত হয়নি আর ক্ষয়ক্ষতি হয়েছে খুবই সামান্য।

হোয়াইট হাউজে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প এই দাবি করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রচার করে।

এদিকে ট্রাম্পের এ দাবির পর ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে হামলার আগে ক্ষেপণাস্ত্রগুলোকে নিক্ষেপের জন্য কীভাবে প্রস্তুত করা হয়েছিল তার ভিডিও প্রকাশ করেছে ইরান।

ভিডিওতে দেখা যায়, ইরান তাদের ক্ষেপণাস্ত্রের ভান্ডারের মধ্য থেকে একে একে ক্ষেপণাস্ত্র লোড করছে। এজন্য ক্রেন ব্যবহার করা হচ্ছে। ক্ষেপণাস্ত্র সেট করার পর তা বিশেষ যানে করে বহন করা হচ্ছে।

পরে উৎক্ষেপণ স্থলে নিয়ে তা ছোড়া হচ্ছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)