অস্ট্রেলিয়া ইরাক থেকে সেনা প্রত্যাহার করবে না

অস্ট্রেলিয়া ইরাক থেকে সেনা প্রত্যাহার করবে না

অনলাইন ডেস্ক

কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। এরই মধ্যে বুধবার ইরাকের দুই মার্কিন বিমান ঘাঁটিতে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।  

তবে এমন পরিস্থিতিতেও ইরাক থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলে জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপনাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এ কথা জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সাংবাদিকদের বলেন, অস্ট্রেলিয়া ইরাক থেকে কোনো সেনা প্রত্যাহার করবে না। সেখানে থাকা সেনারা তাদের মতো করে মিশন চালিয়ে যাবে।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ