ইরান-ইরাকে পুনরায় চালু হলো ফ্লাইট

ইরান-ইরাকে পুনরায় চালু হলো ফ্লাইট

অনলাইন ডেস্ক

তুরস্ক ও পেগাসাস এয়ারলাইন্স ইরান-ইরাকে পুনরায় ফ্লাইট চালু করেছে। ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানি হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলে আসা উত্তেজনার কারণে ২৪ ঘণ্টা বিমান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক বিবৃতিতে তুরস্ক ও পেগাসাস কর্তৃপক্ষ এ কথা জানায়। বৃহস্পতিবার রাত থেকে এসব দেশে ফ্লাইট চলাচল শুরু করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, তুরস্কের এয়ারলাইন্স একটি ফ্লাইট ইস্তাম্বুলের সাবিহা গোকসেন বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশে উড্ডয়ন করবে। পাশাপাশি পেগাসাস এয়ারলাইন্স থেকে আরও একটি ফ্লাইট একই বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশে উড্ডয়ন করবে।  

ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানিকে হত্যার জবাবে গত বুধবার ভোররাতে ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। ওই হামলায় ৮০ মার্কিন সেনা নিহত হয় বলে দাবি করে ইরান কর্তৃপক্ষ।

তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ওই হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হননি।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ