যে কারণে ইউক্রেনের বিমানে হামলা চালায় ইরান

যে কারণে ইউক্রেনের বিমানে হামলা চালায় ইরান

অনলাইন ডেস্ক

ভুল করে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরান। তবে এই হামলার পেঁছনে দুটি কারণ দেখিয়েছে দেশটি। এগুলো হলো অত্যধিক রাডার সংকেত এবং যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের আশঙ্কা।

এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালানোর কিছুক্ষণের মধ্যেই তাদের রাডার বারবার সংকেত দিতে থাকে।

যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় তৎক্ষণাৎ এই ব্যবস্থা নেওয়া হয়, যেটা ছিল একটি মানবিক ভুল।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের সেই বিমানটি সেনাবাহিনীর একটি স্পর্শকাতর স্থাপনার দিকে এগিয়ে আসার সংকেত পাওয়া যাচ্ছিল। তাই অনিচ্ছাকৃতভাবে এই হামলার ঘটনা ঘটে।  

সূত্র: সিএনএন

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ