ব্রিটিশ রাষ্ট্রদূতকে কয়েক ঘণ্টা আটকে রাখল ইরান

ব্রিটিশ রাষ্ট্রদূতকে কয়েক ঘণ্টা আটকে রাখল ইরান

অনলাইন ডেস্ক

ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকএয়ারকে আটক করে আবার ছেড়ে দিল ইরান। গতকাল শনিবার তাকে কয়েক ঘণ্টার জন্য আটক করা হয় বলে জানায় ইরানের সংবাদ মাধ্যম পার্সটুডে।

ইরানের রাজধানী তেহরানের কাছে ইউক্রেনের বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে শনিবার বিকেলে তেহরানের আমিরকাবির বিশ্ববিদ্যালয়ের সামনে একটি সভা করা হয়। এ সময় সমাবেশকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় ওই ব্রিটিশ রাষ্ট্রদূতকে সমাবেশকারীদের মধ্যে দেখা যায়। ইরানের নিরাপত্তা বাহিনীর দাবি, সমাবেশকারীদের বিক্ষোভ করার জন্য উসকে দিয়েছিলেন রব ম্যাকএয়ার। এ কারণেই তাকে গ্রেপ্তার করা হয়।  

বুধবার রাতে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়ে ভূপাতিত হয়।

এ ঘটনায় বিমানটির ১৭৬ আরোহীর প্রত্যেকে প্রাণ হারান। শনিবার সকালে ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, ভুলবশত ইউক্রেনের যাত্রীবাহী বিমানটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় এটি ভূপাতিত হয়।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ