কাশ্মীরে যৌথ অভিযান, তিন 'জঙ্গি' নিহত

কাশ্মীরে যৌথ অভিযান, তিন 'জঙ্গি' নিহত

অনলাইন ডেস্ক

আবারও ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের 'লড়াই' ঘিরে উত্তপ্ত কাশ্মীর উপত্যকা। জানা গেছে, পুলওয়ামা জেলার ট্রল অঞ্চলে আজ রোববার সকাল থেকে লড়াইয়ে তিন 'জঙ্গি'র মৃত্যু হয়েছে।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, লড়াইয়ের সময় উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। পাশাপাশি মৃত জঙ্গিদের পরিচয় জানতে এবং কারা তাদের এতদিন পরিচালনা করছিল তার খোঁজ শুরু হয়।

পুলিশ আরও জানায়, নিহত তিন জঙ্গির পরিচয় পাওয়া গেছে। তাদের নাম ওমর ফায়াজ লোন, যিনি হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত। দ্বিতীয় জনের নাম আদিল বাশির মীর,  হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত তিনিও। তৃতীয়জন ফাইজান হামিদের সঙ্গে সংযোগ জইশ-ই-মুহাম্মদের সঙ্গে পাওয়া গেছে।

জানা যায়, আজ সকাল থেকেই ভারতের পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। এরপর তিন জঙ্গি নিহতের খবর পাওয়া যায়।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল