সৌদির মরুভূমি বদলে গেল বরফে!

সৌদির মরুভূমি বদলে গেল বরফে!

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব

মরুভূমি রাতারাতি বদলে গেল বরফে। যেখানে তাপমাত্রা ঘোরাঘুরি করছিল ১৫ থেকে ১৮ ডিগ্রি, সেখানে হঠাৎ নেমে এসেছে শূন্যের নিচে! সৌদি আরবের উত্তর-পশ্চিম এবং মধ্য অঞ্চলে বালির মরুভূমি ঢেকে গেছে বরফের চাদরে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঘটনা বিরল। এর আগে এমন কোনো দিন ঘটেনি।

সৌদি আরবের উত্তরে আল জউফ এলাকায় তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কেরও ৩ ডিগ্রি নিচে।

বরফ পড়ায় বাসিন্দারা আনন্দে রাস্তায় নেমে আসেন। হঠাৎ এভাবে বরফ পড়া নিয়ে যেমন তাঁরা বিস্মিত, তেমনই আনন্দে আত্মহারাও। রুক্ষ, শুষ্ক মরুভূমি এভাবে রাতারাতি সুইজারল্যান্ড বনে যাবে কখনো ভাবেননি তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় সে সব ছবি ও ভিডিও পোস্ট হওয়ার পর রীতিমতো ভাইরাল হয়ে ওঠে।

ডিসেম্বর-জানুয়ারি এখানকার শীতের মৌসুম। বালির দেশে দিন এবং রাতের তাপমাত্রার তারতম্য হয়েই থাকে। কিন্তু শূন্যের এতটা নীচে তাপমাত্রা নামা, এটা বিরল। মাঝে মাঝে হাল্কা বৃষ্টি, মেঘলা আবহাওয়া ছিল বেশ কয়েকদিন।

অতীতের বছরগুলোতে কিছু কিছু এলাকায় শীতের প্রকোপ থাকলেও অন্যান্য শহরে তেমন প্রভাব পড়েনি। কিন্তু গত কয়েকদিন যাবত সৌদি আরবের প্রায় প্রতিটি শহরে শীত বেড়েছে বহুগুণ।

আরও পড়ুন: ছবিতে ছবিতে সৌদির বরফ

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর