ছবিতে ছবিতে সৌদির বরফ

ছবিতে ছবিতে সৌদির বরফ

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব

মরুভূমি রাতারাতি বদলে গেল বরফে। এটা সৌদি আরবে বিরল-ই বটে। বালির দেশে দিন এবং রাতের তাপমাত্রার তারতম্য হয়েই থাকে। কিন্তু শূন্যের এতটা নীচে? হঠাৎ ১৮ থেকে ৩ ডিগ্রিতে নেমে আসা মরুর দেশের চিত্র তুলে ধরেছেন নিউজ টোয়েন্টিফোরের সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আল-আমিন।

news24bd.tv

বরফে ঢেকে গেছে তপ্ত মরুভূমি।  আনন্দে আত্মহারাও হয়ে মরুতে গাড়ি নিয়ে স্থানীয়রা।

news24bd.tv

বরফের চাদরে ঢেকে গেছে রাস্তার গাড়ি।

news24bd.tv

রুক্ষ, শুষ্ক মরুভূমি এভাবে রাতারাতি সুইজারল্যান্ড হবে ভাবেনি সৌদিরা।

তাই মুঠোফোনের ক্যামেরায় দৃশ্য ধারণের চেষ্টা।

news24bd.tv

খুশিতে আত্মহারা হয়ে বরফ হাতে খেলায় মেতেছেন তিনি।

news24bd.tv

বরফের দেশের মতোই রাস্তা ঢেকে গেছে বরফে। এ যেন সুইজারল্যান্ড।

news24bd.tv

রাস্তার ধারে গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে হয়তো আলপনা আঁকার চেষ্টা।

news24bd.tv

তাপমাত্রা ১৮ থেকে ৩ ডিগ্রিতে নামায় তপ্ত মরুভূমি এখন বরফে ঢাকা।

news24bd.tv

এমন আগে এমন কোনো দিন ঘটেনি। তাই তো রাস্তায় নেমে উল্লাস।

news24bd.tv

আকাশ থেকে বরফ পড়ার দৃশ্য।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

 

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর