উত্তরাঞ্চলে শৈত্য প্রবাহ চলছে আবারও কমলো তাপমাত্রা

উত্তরাঞ্চলে শৈত্য প্রবাহ চলছে আবারও কমলো তাপমাত্রা

অনলাইন ডেস্ক

উত্তরাঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে মাঝারী শৈত্য প্রবাহ। দিনাজপুরেও তার প্রভাব পড়েছে লক্ষ করার মত। ঘন কুয়াশার কারণে দিনাজপুরের জনজীবনে নেমে এসেছে বেশ ভোগান্তি।  

আজ সোমবার দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস।

গতকালের চেয়ে ১ দশমিকের চেয়ে তাপমাত্রা নিচে নেমেছে। পাশাপাশি বইছে বাতাস সে কারণে ঠান্ডা বেশ অনুভূত হচ্ছে। অনেক বেলা হয়ে গেলেও ওঠেনি সূর্য্য। শীত উপেক্ষা করেই খেটে খাওয়া মানুষ ছুটছে কাজের সন্ধানে।

এদিকে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজ বাতাসে আদ্রতা ৯৯ শতাংশ থাকার কারণে ঠান্ডা প্রয়োজনের চেয়ে বেশি অনুভূত হচ্ছে। উত্তরবঙ্গসহ দিনাজপুরের উপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে চলেছে। এই মাসে আরও দুই একটি শৈত্য প্রবাহ অপেক্ষা করছে। এ সময় সর্ব নিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রী সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল