ইরাকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটিতে হামলা

ইরাকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটিতে হামলা

অনলাইন ডেস্ক

জেনারেল কাশেম সোলাইমানিকে ড্রোন হামলায় হত্যার পর অশান্ত হয়ে পড়েছে ইরাক। সেখানে ক'দিন পরপরই ঘটছে হামলার ঘটনা। গত বৃহস্পতিবারের পর ইরাকের সালাউদ্দিন প্রদেশের দক্ষিণে মার্কিন ‌‘বালাদ’ বিমান ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

আরও পড়ুন:- ইরান ইস্যুতে পুতিন ও মেরকেলের বক্তব্য

‘আল-ফুরাত’ নিউজ চ্যানেল জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় কী ধরণের ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

গত কয়েক দিনে এ নিয়ে দ্বিতীয় বার ‘বালাদ’ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হলো। তবে হামলার দায় কেউ স্বীকার করেনি বলে জানা গেছে।

বাগদাদ থেকে ৬৪ কিলোমিটার উত্তরের বালাদ ঘাঁটি ইরাকে আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটি।

এর আগে গত ৮ জানুয়ারি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি প্রকাশ্যে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি ‘আইন আল আসাদে’ ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

আরও পড়ুন: ছবিতে ছবিতে সৌদির বরফ

আরও পড়ুন-সৌদির মরুভূমি বদলে গেল বরফে!

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর