ঢাকা সিটির ভোট পেছানোর বিষয়ে আদেশ কাল

ঢাকা সিটির ভোট পেছানোর বিষয়ে আদেশ কাল

অনলাইন ডেস্ক

সরস্বতীপূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশনের ভোট গ্রহণের দিন পেছাবে কি না, সে ব্যাপারে কাল মঙ্গলবার আদেশ দিতে পারেন হাইকোর্ট।

নির্বাচনে পেছাতে হাইকোর্টে করা এক রিটের শুনানি শেষে আদেশের জন্য কাল দিন ধার্য রেখেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন- আইনজীবী অশোক কুমার ঘোষ।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল হক।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে সরস্বতী পূজার ছুটি কবে- তা আদালত জানতে চান। কিন্তু ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক বিভ্রান্তিকর তথ্য দেন।

নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল হক বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রাতষ্ঠান। রাষ্ট্রীয় সব আচার-অনুষ্ঠান যথাযথভাবে দেখে কমিশন ভোটের দিন ঠিক করে। ঢাকা সিটির জন্য যে ভোটের দিন নির্ধারণ করা হয়েছে, তা আগানো বা পেছানো ঠিক হবে না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর