‘প্রজাতন্ত্র দিবসে’ ভারতে জঙ্গি হামলার আশঙ্কা

‘প্রজাতন্ত্র দিবসে’ ভারতে জঙ্গি হামলার আশঙ্কা

অনলাইন ডেস্ক

আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ভারতের গুজরাট এবং দিল্লিতে একযোগে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। দিল্লি পুলিশের দাবি, নিজেদের দায় এড়াতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএস জঙ্গিদের দিয়ে এই নাশকতার পরিকল্পনা করছে। এমন খবরই প্রচার করেছে ভারতীয় গণমাধ্যম আজকাল।

খবরে প্রকাশ, দিল্লি পুলিশ গত ৯ ডিসেম্বর তিনজন জঙ্গিকে আটক করে।

তাদের জেরা করে গুজরাট থেকে আরও চারজন জঙ্গিকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের পর জানা যায় তাদের সঙ্গে আরও দুজন জঙ্গি ছিল, যাদের হদিশ মেলেনি। জানা যায়, আইএসআই এই জঙ্গি পাঠাচ্ছে ২৬ জানুয়ারি দেশের দুটি গুরুত্বপূর্ণ শহরে হামলা চালানোর জন্য।  

উত্তরপ্রদেশের বাস্তির আইজি আশুতোষ কুমার বলেন, দুজন জঙ্গি দেশে ঢুকেছে।

তারা এখন উত্তরপ্রদেশে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই দুজন জঙ্গির নাম খাজা মইনুদ্দিন এবং আবদুল সামাদ। তাদের দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে।

‌‘পাকিস্তানি গুপ্তচর সংস্থা চাইছে আইএস জঙ্গিদের দিয়ে হামলা করালে তাদের ঘাড়ে দোষ পড়বে না। আইএস জঙ্গি সংগঠনের ঘাড়েই পড়বে। ১০ জানুয়ারি তিনজন আইএস জঙ্গি জেরায় স্বীকার করে যে, দিল্লি পুলিশ ও সেনাবাহিনীর নিয়োগ ক্যাম্পে হামলা চালানোর নির্দেশ ছিল। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর