‘ট্রেনের টিকিট পাওয়া যায় না, অথচ আসন খালি থাকে’

‘ট্রেনের টিকিট পাওয়া যায় না, অথচ আসন খালি থাকে’

অনলাইন ডেস্ক

রেলের অনিয়ম–দুর্নীতি নিয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ট্রেনে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। ট্রেনে টিকিট কাটতে গেলে টিকিট পাওয়া যায় না। ট্রেনে আসন খালি থাকছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

বিএনপির সংরক্ষিত আসনের সাংসদ রুমিন ফারহান তাকে এ ব্যাপারে সম্পূরক প্রশ্ন করেন।

রুমিন ফারহানা তাঁর প্রশ্নে জানতে চান, বেসরকারি খাতে রেলওয়ে লাভ করলেও সরকারি খাতে লোকসান গুনছে কেন, রেলওয়েকে বেসরকারি খাতে দেওয়া হবে কি না? জবাবে আব্দুর রাজ্জাক বলেন, রেলওয়েতে যে অনিয়ম–দুর্নীতি, তা দীর্ঘকালের। বিগত বিএনপি-জামায়াত সরকার এই খাত বন্ধ করে দেওয়ার চিন্তা করেছিল।

‌‘অনেক শিল্পকারখানা বেসরকারি খাতে দেওয়া হয়েছিল।

পাবলিক সেক্টরে অনেক শিল্পকারখানাই লাভ করছে না। ফলে ধীরে ধীরে এগুলো বেসরকারি খাতে দেওয়া হয়। কিন্তু সেখানেও খুব ভালো ফল আসেনি। আবার কিছু ক্ষেত্রে ভালো ফল এসেছে। ’

মন্ত্রী বলেন, রেলকে বেসরকারি খাতে দেওয়ার চিন্তা খারাপ না। তবে বেসরকারি খাতে দিতে হলে আগে দু-একটি লাইন দিয়ে পরীক্ষা–নিরীক্ষা করতে হবে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর