ইরানি প্রেসিডেন্ট রুহানির বিরুদ্ধে ছয় দেশে বিক্ষোভ

ইরানি প্রেসিডেন্ট রুহানির বিরুদ্ধে ছয় দেশে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

কুদস ফোর্সের প্রধান ইরানি জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে তেহরানে ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনায় বিপাকে পড়েছে দেশটির শাসক গোষ্ঠী।

এ ঘটনার জন্য প্রেসিডেন্ট হাসান রুহানির বিরুদ্ধে একই সঙ্গে ছয় দেশে বিক্ষোভ শুরু হয়েছে। কয়েক দিন ধরে চলা বিক্ষোভ মঙ্গলবারেও অব্যাহত ছিল।  

বিক্ষোভে খুব বেশি সংখ্যক নাগরিক উপস্থিত না থাকলেও তাদের ওপর গুলি বর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার হাসান রুহানির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ হয়। এসময় তেহরানের পাশাপাশি সুইডেন, জার্মানি, কানাডা, ব্রিটেন ও ইউক্রেনেও বিক্ষোভ হয়েছে।

এদিকে সরকারবিরোধী এ বিক্ষোভে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে পশ্চিমা দেশগুলো। বিক্ষোভ শুরুর প্রথম দিনই বিক্ষোভকারীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জার্মানি।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ