চীনকে হুমকি যুক্তরাষ্ট্রের

চীনকে হুমকি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

ইরানের কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করতে বলে চীনকে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। না হলে ইরানের উপর আবারও বিভিন্ন খাতে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের অর্থসচিব জানান, এ ব্যাপার নিয়ে চীনের সাথে আলোচনা চলছে।

তিনি আরও জানান, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের চাপে চীনের সব রাষ্ট্রীয় কোম্পানি ইরান থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দিয়েছে।

চীনের কয়েকটি জাহাজ কোম্পানির উপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসব কোম্পানি ইরান থেকে তেল আমদানিতে জড়িত ছিল বলে তাদের উপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।  

পুরো বিশ্বের যে দেশই ইরানের সাথে বাণিজ্য করবে, তাদের উপরেই নিষেধাজ্ঞা দেয়া হবে বলে জানায় যুক্তরাষ্ট্র।

চীন ইরানের সবচেয়ে বড় জ্বালানি তেল আমদানিকারক দেশ ছিল।

গত বছরের শেষের দিকে চীনে ইরানের জ্বালানির রপ্তানি দৈনিক বেড়ে ২ লাখ ২৫ হাজার ব্যারেলে পৌঁছে যায়। যা ২০১৯ সালের প্রথম দিকে ছিলো ৪ লাখ ব্যারেল।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ