ভূমধ্যসাগর থেকে শতাধিক সিরিয়ান শরণার্থী উদ্ধার

ভূমধ্যসাগর থেকে শতাধিক সিরিয়ান শরণার্থী উদ্ধার

অনলাইন ডেস্ক

ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূল থেকে প্রায় শতাধিক সিরিয়ান শরণার্থীকে মঙ্গলবার উদ্ধার করে উদ্ধার কর্মীরা।

সাইপ্রাসের পুলিশ জানায়, একটি টহল জাহাজ দেশটির পর্যটন শহর প্রোতারাস থেকে ১৮ নটিক্যাল মাইল দূরে ভূমধ্যসাগরে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে যেতে দেখে। এরপর তারা যত দ্রুত সম্ভব সেখান থেকে ১০১ সিরিয়ান শরণার্থীকে উদ্ধার করেছে।

উদ্ধার করা সিরিয়ান শরণার্থীরা জানান, তারা তুরস্কের মেরসিন বন্দর থেকে নৌকায় করে মানবপাচারকারীদের মাধ্যমে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

উদ্ধার করা সিরিয়ান শরণার্থীদের মধ্যে ৮৮ জনই পুরুষ। বাকিদের মধ্যে ৬ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। এদের বর্তমানে সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ার বাইরে একটি অভ্যর্থনা কেন্দ্রে রাখা হয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ