পদ হারাতে চলেছেন অমিত শাহ

পদ হারাতে চলেছেন অমিত শাহ

অনলাইন ডেস্ক

ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সভাপতির পদ হারাচ্ছেন।  

ভারতের অত্যন্ত প্রভাবশালী সংবাদমাধ্যম দ্যা হিন্দু জানায়, অমিত শাহকে সরিয়ে দিয়ে বিজেপির বর্তমান কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডাকে পূর্ণাঙ্গ সভাপতি পদে নিয়োগ দেওয়া হচ্ছে। দ্যা হিন্দু আরও জানায়, অমিত শাহর উত্তরাধিকারী হিসেবে আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিজেপির সর্বোচ্চ পদে বসতে চলেছেন জেপি নাড্ডা।  

নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির উচ্চ প্রতিনিধির মাধ্যমে দ্যা হিন্দু জানায়, নতুন বছরে রাজ্যে বিজেপির সাংগঠনিক রদবদলের পর দলের কেন্দ্রীয় কমিটিতেও একটি বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।

অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকেই তার জায়গায় নতুন সভাপতি আনার গুঞ্জন শুরু হয়। কিন্তু তখনই পুরো দায়িত্ব না দিয়ে অমিতকে রেখেই কার্যনির্বাহী সভাপতি করা হয়েছিল দলের অন্য এক প্রবীণ নেতা জেপি নাড্ডাকে। এবারে নাড্ডা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলেই বিশ্বাস দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের।  

বিজেপি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়লাভের পরে অমিত শাহ মোদি সরকারের মন্ত্রিসভায় সুযোগ পান।

এরপরে ২০১৯-এর জুলাইয়ে দলের কার্যকরী সভাপতি পদে নাড্ডাকে নিয়োগ করা হয়।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ