শেষ পর্যন্ত ইরান ছাড়লেন ব্রিটিশ রাষ্ট্রদূত

শেষ পর্যন্ত ইরান ছাড়লেন ব্রিটিশ রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

শেষ পর্যন্ত ইরান ছেড়ে নিজ দেশে ফিরে গেলেন ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট ম্যাকায়ার। ইরানের বিভিন্ন মহল থেকে তাকে বহিষ্কারের জোর দাবি ওঠার মধ্যেই তিনি তেহরান ত্যাগ করেন। ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের প্রটোকল মেনেই আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তেহরান ছাড়েন তিনি।

গত শনিবার রাতে ইরানের রাজধানী তেহরানের একটি বিক্ষোভস্থল থেকে ম্যাকায়ারকে গ্রেপ্তার করে পরে মুক্তি দেওয়া হয়।

নিয়মানুযায়ী, কোনো বিদেশি কূটনীতিক অনুমতি ছাড়া বিক্ষোভে অংশ নিতে পারেন না। ব্রিটিশ রাষ্ট্রদূত বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উসকে দিতে সেখানে গিয়েছিলেন বলে অভিযোগ করা হয়।  

এরপর ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট ম্যাকায়ারকে বহিষ্কারের দাবিতে দূতাবাসের সামনে বিক্ষোভ করে ইরানের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। এছাড়া রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে তার হস্তক্ষেপমূলক পদক্ষেপের তীব্র প্রতিবাদ করা হয়।

ব্রিটিশ রাষ্ট্রদূতের ওই পদক্ষেপের প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়, তেহরানের বিক্ষোভে ব্রিটিশ রাষ্ট্রদূতের উপস্থিতি সম্পূর্ণ ‘বেআইনি, অপেশাদার ও সন্দেহজনক’।  

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ