এন্ড্রু কিশোরের কেমোথেরাপি বন্ধ

এন্ড্রু কিশোরের কেমোথেরাপি বন্ধ

অনলাইন ডেস্ক

বিখ্যাত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের শারিরীক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে আর কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না। কেমো শেষ করে ফেব্রুয়ারিতে দেশে ফেরার কথা থাকলেও, এখন তার দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।  

বর্তমানে নন-হজকিন লিম্ফোমা নামক ব্লাড ক্যানসারে আক্রান্ত এন্ড্রু কিশোর। গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসা নিতে তিনি সিঙ্গাপুরের যান।

গত ১৮ সেপ্টেম্বর তার নন-হজকিন লিম্ফোমা ব্লাড ক্যান্সার ধরা পড়ে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে সে সময় তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসার শুরুতে জানানো হয়, এন্ড্রু কিশোরকে ৬টি ধাপে ২৪টি কেমো দিতে হবে। ইতিমধ্যেই ১৭টি কেমো দেওয়া সম্পন্ন হয়েছে।

পঞ্চম ধাপে প্রথম কেমোথেরাপি দেওয়ার প্রস্তুতি চলছিল। তবে সেটা শুরু করা যায়নি। এদিকে এখনও ৭টি কেমো দেওয়া বাকি।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ