‘ঢাকাতেও তেলেসমাতি অক্ষুণ্ন রাখবেন সিইসি’

‘ঢাকাতেও তেলেসমাতি অক্ষুণ্ন রাখবেন সিইসি’

অনলাইন ডেস্ক

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেছেন, ইতিমধ্যে ঢাকাতেও সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়ে গেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের মত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ঢাকাতেও নিজের তেলেসমাতি অক্ষুণ্ন রাখবেন কিনা সেটি নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।

রিজভী বলেন, চট্টগ্রামের মত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনেও ভোটের আগে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি, হামলা আর ভোটের দিন ভোটকেন্দ্রে আসতে নিষেধ করা হচ্ছে।

ধানের শীষের প্রার্থীর সমর্থক ও ভোটারদের প্রতিনিয়ত নিগৃহীত করা হচ্ছে।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সুষ্ঠু ভোট হবে না দাবি করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ঢাকার দুই সিটি নির্বাচনও চট্টগ্রামের মত দখলের নীল নকশার প্রস্তুতি কিনা তা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। ঢাকাতেও সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়ে গেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর