ছাত্রলীগ নেতার বাসা থেকে এবার অগ্নেয়াস্ত্র উদ্ধার

ছাত্রলীগ নেতার বাসা থেকে এবার অগ্নেয়াস্ত্র উদ্ধার

রেজাউল করিম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে পুলিশের দ্বিতীয় দিনের অভিযানে গ্রেপ্তার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির বাসা থেকে দুটি শটগান ও দুই রাউন্ড তাজাগুলি উদ্ধার করেছে পুলিশ।

ঝালকাঠিতে পুলিশের দ্বিতীয় দফার অভিযানে গ্রেপ্তার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাদিসুর রহমান মিলনের বাসা থেকে দুটি শটগ্যান ও দুই রাউন্ড তাজাগুলি উদ্ধার হয়েছে।  

পুলিশ জানায়, এক ঠিকাদারের দায়ের করা চাঁদাবাজির মামলায় মঙ্গলবার রাতে শহরের ডাক্তারপট্টি এলাকায় মিলনের বাসায় অভিযান চালানো হয়। প্রথম বারের এ অভিযানে ১৫টি ধারালো অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

চাঁদাবাজির মামলায় অভিযুক্ত মিলন ছাড়াও পরে তার আরও পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

প্রথম বারের ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে বুধবার মিলনকে আদালতে পাঠায়। পরে তার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। বাকি আসামিদের আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

news24bd.tv

এদিকে রিমান্ডে দেওয়া স্বীকারোক্তিতে বুধবার রাতে মিলনকে সঙ্গে নিয়ে পুলিশ দ্বিতীয় দফায় অভিযান চালায়। এসময় তার বাসায় লুকিয়ে রাখা অগ্নেয়াস্ত্র ও তাজাগুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় মিলনের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান।

আরও পড়ুন: চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা ধরা, ১৫ অস্ত্র উদ্ধার

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর