স্ত্রী-সন্তানকে ‘হত্যাকারী’ শাহিন গ্রেপ্তার

স্ত্রী-সন্তানকে ‘হত্যাকারী’ শাহিন গ্রেপ্তার

সৈয়দ নোমান, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রুমা আক্তার (৪০) ও মেয়ে নাফিয়া আক্তারকে (১২) শ্বাসরোধে হত্যার ঘটনায় স্বামী শফিকুল ইসলাম শাহিনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার সন্ধ্যায় সদরের খাগডহর ইউনিয়নের ফকিরবাড়ি এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত বড় মেয়ে লাবণ্য (২০) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি রয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ড বড় মেয়ে দেখে ফেললে তাকেও হত্যার চেষ্টা চালায় শাহিন। এসময় মেয়েটি চিৎকার দেলে সে পালিয়ে যায়। এ ঘটনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ঘাতক শফিকুল ইসলাম শাহিনকে কিশোরগঞ্জ জেলা সদর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ ঘটনায় তার বড় মেয়ে লাবণ্য বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে।

আসামিকে জিজ্ঞাসাবাদের পর হত্যার বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি। ডাবল মার্ডারের অভিযুক্ত শফিকুল জমির দালালি ও কাঠ কেনাবেচা করতেন বলে জানা গেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর