‘পেঁয়াজের দাম কোনো ক্রমেই ১১০ টাকা থাকবে না’

‘পেঁয়াজের দাম কোনো ক্রমেই ১১০ টাকা থাকবে না’

অনলাইন ডেস্ক

পেঁয়াজের দাম এই মুহূর্তে বেশি। তবে কোনো ক্রমেই দাম ১১০ টাকা কেজি থাকবে না। এটা অবশ্যই কমে আসবে। ভারত ইতিমধ্যেই পেঁয়াজ রপ্তানির ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, কাজেই পেঁয়াজের দাম কমবে।

আজ সংসদে এসব কথা বলেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে আজ মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে শিরিন আখতারের (ফেনী-১) সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, এখন পেঁয়াজের মৌসুম। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পেঁয়াজ আসছে এবং অন্যান্য দেশ থেকেও এসময় পেঁয়াজ আসবে।

এছাড়া আমাদের বিজ্ঞানীরা পিয়াজের অনেক উন্নতমানের জাত আবিষ্কার করেছেন এবং এখন হেক্টরে ২০, ২৫, ৩০ টন পর্যন্ত পেঁয়াজ উৎপাদন করা সম্ভব।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর