যুক্তরাষ্ট্র-তালেবানের ১০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব

যুক্তরাষ্ট্র-তালেবানের ১০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাথে কাঙ্খিত চুক্তি স্বাক্ষরিত হয়ে গেলে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে তালেবান। এ সময়ে আফগান সরকারি বাহিনীর ওপরেও তাদের সহিংসতা কমে আসবে বলে জানিয়েছে তারা। তবে তাদের চুক্তির শর্ত ঠিক কি ছিল সেটা স্পষ্টভাবে এখনও জানা যায়নি।

আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে তালেবানের ১৮ বছরের যুদ্ধ অবসানে ২০১৮ সালের জুন মাস থেকে দোহায় মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনা করে তালেবান।

এ বছরের সেপ্টেম্বরে উভয়পক্ষের আলোচকরা একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছানোর কথা বলে থাকলেও পরে সেটা বাতিল করে দেন ট্রাম্প।  

এর তিন মাস পরে শনিবার নতুন করে আনুষ্ঠানিক আলোচনায় বসেছিল দুইপক্ষ। অবশ্য উভয়পক্ষের তরফ থেকেই অনানুষ্ঠানিক আলোচনার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

সর্বশেষ এই আলোচনা যদি সফল হয় তবে আফগানিস্তানে দীর্ঘ দিন ধরে চলে আসা সংঘাতের অবসান হবে।

তালেবানের এক মুখপাত্র জানান, আলোচনার জন্য তারা বুধবার ও বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তাদের সাথে বসেছেন। দুইপক্ষের এই আলোচনা খুব কার্যকরী ছিল বলে জানান তিনি।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ