সোলাইমানি হত্যার কমান্ড সেন্টারও ধ্বংস হয় সেদিনের হামলায়

সোলাইমানি হত্যার কমান্ড সেন্টারও ধ্বংস হয় সেদিনের হামলায়

অনলাইন ডেস্ক

ইরানের আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে ইরাকের আইন আল-আসাদ ঘাঁটির কমান্ড সেন্টার থেকে হত্যার নির্দেশ দেওয়া হয়। সে জায়গাটিও ইরানের হামলায় ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তেহরান।

বার্তা সংস্থা এএফপি এক বিশেষ প্রতিবেদনে মার্কিন ফার্স্ট সার্জেন্ট ওয়েসলি কিলপ্যাট্রিকের বরাত দিয়ে জানিয়েছে, ইরানি হামলায় ওই রাতে ড্রোন পরিচালনা ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

এসব তথ্য তুলে ধরে সাংবাদিক রবার্ট ইনলাকেশ বলেছেন, আমেরিকা অবশ্যই তাদের ক্ষয়ক্ষতির বিষয়টি গোপন করার চেষ্টা।

শুধু তাই নয়, গত ১৬ বছর ধরে তারা এই ঘাঁটিকে আমেরিকার বিমানঘাঁটি বলে দাবি করে এলেও এখন তারা একে ইরাকি ঘাঁটি বলে উল্লেখ করছে।

মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর জন্য ইরান স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফতেহ-৩১৩ এবং কিয়াম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ফতেহ ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে ৫০০ কিলোমিটার এবং কিয়াম ক্ষেপণাস্ত্রের পাল্লা ৮০০ কিলোমিটার। ইরানের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর