মাদারীপুরে সাংসদদের ‌‘মিলন মেলা’

মাদারীপুরে সাংসদদের ‌‘মিলন মেলা’

বেলাল রিজভী, মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বসেছে সংসদ সদস্যদের মিলন মেলা। জাতীয় সংসদের চিফ হুইপ নুর ই আলম চৌধুরী লিটন এর আমন্ত্রণে একত্রিত হয়েছেন জাতীয় সংসদের ১৯ এমপি। শনিবার সারা দিন মাদারীপুরের শিবচরের বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেন। এসময় শিবচরের পদ্মা সেতুসহ বিভিন্ন উন্নায়ন কর্মকাণ্ড ঘুরে দেখেন।

উপস্থিত ছিলেন- জাতীয় সংদের স্পিকার ড. শিরিন শারমিন এমপি। আরো উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি, ক্যাপটেন তাজুল ইসলাম এমপি, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আফম রুহুল হক এমপি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু এমপি, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ এমপি, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, মো. নজরুল ইসলাম বাবু এমপি, প্রফেসর ড. হাবিবে মিল্লাত এমপি, মো. ফকরুল ইসলাম এমপি, নাহিদ ইজহার খান এমপি, রাজি মো ফকরুল এমপি,সূর্বনা মোস্তফা এমপি, অপরাজিতা হক এমপি, শবনাম বেগম এমপি, আদিবা আনজুম মিতা এমপি, মজিবুর রহমান নিক্সন চৌধুরী প্রমুখ।

জাতীয় সংসদের এই প্রতিনিধি দল সকালে জাতীয় সংসদের চীফ হুইপ নূর- ই-আলম চৌধুরী বাবা মুজিব বাহিনীর কোষাধক্ষ্য সাবেক সাংসদ মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর নিজ বাড়ি দত্তপাড়া মরহুমের কবর জিয়ারত করেন। সারা দিন বিভিন্ন কর্মসূচি শেষে বিকেলে ফিরোজা বেগম শিল্প কলা একাডেমিতে এক সাংস্কৃতি অনুষ্ঠানে যোগ দেন।

এসময় এক অনুষ্ঠানে স্পিকার শিরিন শারমিন বলেন, আজ শিবচর আসার পথে যে বিষয়টি আমাদের দৃষ্টি কেড়েছে। তা হচ্ছে পদ্মা
সেতু। নিজস্ব অর্থায়নে পদ্ম সেতু নির্মাণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর