স্কুলের দোতলায় ছাত্রীকে ‘ধর্ষণের চেষ্টা’, ‘পুলিশকে গণধোলাই’

স্কুলের দোতলায় ছাত্রীকে ‘ধর্ষণের চেষ্টা’, ‘পুলিশকে গণধোলাই’

অনলাইন ডেস্ক

ছাত্রীর কাছে পানি চেয়ে স্কুলের দোতলায় নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে থানার এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে স্কুলের মধ্যে আটকে রেখে বেধড়ক মারধর করে গ্রামবাসী। জাহাঙ্গীর হোসেন নামে ওই এএসআই কলকাতার হাড়োয়া থানার কর্মরত।

আনন্দবাজার পত্রিকার খবরে প্রকাশ, শুক্রবার সন্ধ্যার এ ঘটনায় কলকাতার হাড়োয়া থানার মোহনপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি রাস্তাঘাট অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

খবরে প্রকাশ, ওই উপ-পরিদর্শককে স্কুলে আটকে রেখে বেধড়ক মারধর করে গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে প্রায় আট ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে।

বর্তমানে তিনি জেলার বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, হাড়োয়া থানার মোহনপুরের বাছড়া এমসি এইচ হাইস্কুলে দুদিন ধরে ছাত্র যুব উৎসব চলছিল। শুক্রবার সন্ধ্যায় দশম শ্রেণির এক ছাত্রীর কাছে পানি চায় এএসআই জাহাঙ্গির।

ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুলের দোতলায় পানি দিতে গেলে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত এএসআই। এ সময় ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে যায়। পরে অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তাকে বেদম মারধর করে।

পরে রাত ১১টার দিকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্ত এএসআইকে উদ্ধার করে পুলিশ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর