‘ধর্ষণে মৃত্যুতে যাবজ্জীবন উঠাতে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়’

‘ধর্ষণে মৃত্যুতে যাবজ্জীবন উঠাতে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়’

অনলাইন ডেস্ক

ধর্ষণের ঘটনায় কারও মৃত্যু ঘটলে আইনে মৃত্যুদণ্ডের পাশাপাশি যাবজ্জীবন সাজার যে বিধান রয়েছে সেখান থেকে যাবজ্জীবন উঠিয়ে দিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে রুল জারি করেছেন আদালত।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আজ রোববার (১৯ জানুয়ারি) এ আদেশ দেন।

এছাড়া ধর্ষণের শিকার ভিকটিমদের জন্য সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন, ধর্ষকদের ডিএনএ সংরক্ষণের জন্য ডাটাবেজ তৈরি, প্রতিটি জেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে ভিকটিমদর সুরক্ষা দেওয়া, ভিকটিমদের ছবি গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, সব ধরনের ধর্ষণের অপরাধের জন্য পৃথক একটি আদালত গঠন এবং সে আদালতে দ্রুত মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে কেন নির্দেশ দেওয়া হবে না- তাও জানতে চেয়ে রুল জারি করে এর জবাব দিতে বলেছেন আদালত।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর